Thursday, June 26, 2014

Type Arabic in Your Computer

অনেকেই মনে করি কম্পিউটারে শুধু বাংলা আর ইংরেজী-ই বুঝি কম্পোজ করা যায়। আরবী বা অন্য কোন ভাষায় কম্পোজ করতে আলাদা সফ্‌টয়্যারের প্রয়োজন হয়। এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ খোদ কম্পিউটারেই কয়েকশ ভাষার লিষ্ট আছে সেখান থেকে আপনি যে কোন একটি ভাষা নির্বাচন করে কম্পিউটারে কম্পোজ করতে পারেন। বিদেশী ভাষার ক্ষেত্রে ফন্ট কখনো টাইমস্ নিউ রোমান থাকে, কখনো বা এরিয়াল অথবা অন্য কোন নামে ফন্ট পাবেন। তবে আপনি যদি আপনার পছন্দনুযায়ী কোন ফন্টে বিদেশী ভাষা কম্পোজ করতে চান তাহলে ইন্টারনেট থেকে তা ডাউনলোড করে নিন, কপি করুন এবং কন্ট্রোল প্যানেলের ফন্ট ফোল্ডারে তা পেষ্ট করুন।তাহলেই কাঙ্খিত ফন্ট পেয়ে যাবেন।
 আরবী, কোরিয়ান ও হিন্দী কীবোর্ডের জন্য ক্লিক করুন
কোরিয়ান ভাষায় কম্পোজের জন্যঃ




 আরবী কম্পোজ করার জন্য নিচের পদক্ষেপগুলো
অনুসরণ করতে পারেনঃ